সভাপতির বাণি:-
প্রতিষ্ঠানটি নাটোর জেলার সিংড়া উপজেলাধীন ০৭ নং লালোর ইউনিয়নের অন্তর্গত ০২ নং ওয়ার্ডের বড় বারৈহাটী গ্রামে মরা আত্রাই নদীর তীরে অবস্থিত । উক্ত প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে বড় বারৈহাটী মদীনাতুল উলুম এবতেদায়ী মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হইয়া ১৯৯৮ সালে দাখিল মাদ্রাসা হিসেবে একাডেমিক অনুমতি লাভ করে এবং ২০০১ সালে ১ম স্বীকৃতি প্রাপ্ত হইয়া ঐ সনেই এমপিও ভুক্ত লাভ করে । পরবর্তীতে এই বিদ্যাপিঠে ছাত্র/ছাত্রীরা লেখা পড়া করে প্রতিষ্ঠানটির উত্তর সম্মান বৃদ্ধিসহ নানা পুরস্কারের ভূষিত করে । ২০১৮ সালে শত ভাগ পাশের সম্মাননা ICT প্রতি মন্ত্রী আলহাজ্ব এ্যাড.জুনাইদ আহমেদ পলক প্রধানের হাতে তুলে দেন । এ ছাড়াও পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ছাত্র/ ছাত্রীরা কৃতিত্ব বহন করে আসছে । আমি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করি ।