অত্র প্রতিষ্ঠান থেকে প্রতি বছর শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষামূলক বা জ্ঞানমূলক স্থান পরিদর্শন করার উদ্দেশ্য শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত অানন্দের সাথে এই শিক্ষা সফর উপভোগ করে থাকেন। এছাড়াও এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক জ্ঞান আহরণ করতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভ্রমন করার মাধ্যমে সেই স্থান সম্পর্কে বিশদ ভাবে জানতে পারে। এটা শিক্ষারই একটি অংশ বিধায় শিক্ষার্থীরা নিজেকে বা নিজের জ্ঞান বিস্তৃত করতে পারে।
Visit Today : 5 |
Visit Yesterday : 17 |
This Month : 40 |
This Year : 2677 |
Total Visit : 3520 |