প্রতিষ্ঠানের ইতিহাস:-
অত্র বড় বারৈহাটী দখিল মাদ্রাসাটি নাটোর জেলার , সিংড়া উপজেলার ৭ নং লালোর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বড় বারৈহাটী গ্রামে অবস্থিত । প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে স্থাপিত হয় , ও ২০০১ সালে ১ম স্বীকৃতি লাভ করে । এবং ০১/০৪/২০০১ সালে এম,পিও ভূক্তি লাভ করে । প্রতিষ্ঠানটি নাটোর টু কওড়া রোডে শেরকোল বাসস্ট্যান্ড হইতে পশ্চিমে ৭ কি.মি.। পশ্চিমে একটি ঐতিহাসিক ইমাম বাড়ী বাজার সহ ,বিলহালতীর পূর্ব প্রান্তে এক নৃত্তর পল্লী বালা গ্রামে হাটী হাটি পা পা করে গড়ে উঠে যাহা সদর উপজেলা হইতে পশ্চিম প্রান্তে সেই জ্ঞানী গুনি মুরব্বীবৃন্দ গ্রাম্য গরীয় হত দরিদ্র পরিবারের সন্তানরা তাদের বাসা বাড়ীতে পান্তাভাত খেয়ে ইসলামী শিক্ষার পাশাপশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করিতে পারে মর্মে প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ।